সুন্দরকলোনীতে মদ ও গাঁজার ঠেক ভাঙল এলাকার মহিলারা


বৃহস্পতিবার,০৮/১১/২০১৮
466

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ বহরমপুর বানজেটিয়ার সুন্দরকলোনীতে মদ ও গাঁজার ঠেক ভাঙল এলাকার মহিলারা। অভিযোগ বেশ কয়েকমাস ধরে ওই এলাকার কয়েকটি দোকানে মদ বিক্রি হচ্ছিল। তাদেরকে বারবার বলা সত্ত্বেও কোনো লাভ না হওয়াতেই বৃহস্পতিবার দুপুরে এলাকার মহিলারা লাঠি ও ঝাঁটা হাতে এসে মদের ভাটি ভাঙচুর করে প্রতিরোধ গড়ে তোলেন। অভিযোগ মদ বিক্রির ফলে দুস্কৃতিদের আনাগোনা এলাকায় দিনদিন বেড়েই চলেছে।

মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। বারং বার পুলিশকে জানিয়ে কোন কাজ হয় নি। তাই আজ বাধ্য হয়ে এলাকার মহিলারা প্রতিবাদে নামে। যে সব বাড়িতে মদ বিক্রি হয় সেখানে গিয়ে গ্রামের মহিলারা হামলা চালায়। বেআইনি ভাবে মজুদ মদের বোতল ভেঙ্গে তারা নষ্ট করে দেয়। ঝাটা হাটে মহিলারা গ্রামের রাস্তায় নামে। তাদের বক্তব্য, এর পরে যদি পুলিস কোন ব্যবস্থা না নেয় তারা নিজেরায় পথে নামবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট