বাজি পোড়াতে গিয়ে বিপত্তি, নারকেল গাছে লাগলো আগুন


বৃহস্পতিবার,০৮/১১/২০১৮
528

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: বাজি পোড়াতে গিয়ে ঘটলো বিপত্তি। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়োসড়ো বিপদের হাত থেকে বাঁচলো গ্রাম। ঘটনাটি শালবনীর মৌপাল গ্রামে। স্থানীয় যুবক সৌরভ সাহা জানিয়েছেন গ্রামেরই কয়েকজন যুবক সন্ধ্যার দিকে বাজি পোড়াচ্ছিল, সেই সময় একটি বাজি ছিটকে গিয়ে শিব শীতলা মন্দিরের পাশে একটি নারকেল গাছে গিয়ে পড়লে মুহুর্তেই নারকেল গাছ টি দাওদাও করে জ্বলে উঠে।

তৎক্ষণাৎ স্থানীয় যুককেরা আগুন নিভানোর কাজে নেমে পড়ে। তাদের বক্তব্য নারকেল গাছের পাশেই অনেকের বাড়ি ছিল। যে কোনো মুহুর্তেই একটা বড়ো বিপদ ঘটে যেত পারতো। স্থানীয় যুবক দের প্রচেষ্টায় সেই বড়ো বিপদ থেকে গ্রাম কে রক্ষা করা গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট