পশ্চিম মেদিনীপুর: দীর্ঘদিন আর্থিক দুশ্চিন্তা এবং মানসিক অবসাদে ভোগার পর নিজের বাড়ি থেকে অদুরে গাছে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক প্রৌঢ়।মৃতের নাম বাবলু হেমরম(৪৮)। জানা গিয়েছে দাঁতন ২ ব্লকের নহনজোড়াতে বাড়ি। পরিবার সুত্রে দাবি, প্রায় একবছর ধরে আর্থিক নানা কারনে মানসিক অবসাদে ভুগছিলেন।
স্ত্রী ও মারা গিয়েছে বেশ কয়েকমাস আগে। কাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ বাড়ির কাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসি। জোড়াগেড়িয়া ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ।
Auto Amazon Links: No products found.