আজ ভাইফোঁটা ,ঘরে ঘরে উৎসব। ধান ,দুর্বা , প্রদীপ থেকে চন্দন বাধা ছক ছেড়ে উৎসবে তারকারাও। ভাইফোঁটা উৎসবে অভিনেতা থেকে নেতা মেতে উঠেছেন সবাই। ভাইয়ের মঙ্গল কামনায় দিদির ফোটা ভাইয়ের কপালে। খুশির মেজাজ আকাশে বাতাসে। শুধু তাই নয় ব্যাস্ত জীবন ছেড়ে অভিনেতারাও সামিল হয়েছেন এই উৎসবে। দাদারা বোনদের আশীর্বাদ করছেন। সাথে চলছে উপহার বিনিময়ের পালা। মিষ্টি মুখে চলছে মিষ্টি সম্পর্কের উদযাপন। এইদিন ভাইয়ের জন্য রয়েছে নানা রকমের পদের আয়োজন। ভাইয়ের প্রিয় মিষ্টি সারা প্লেট জুড়ে । সব মিলিয়ে খুশির মেজাজে বাঙালী।
মিস্টিমুখে মিষ্টি সম্পর্কের উদযাপন
শুক্রবার,০৯/১১/২০১৮
722

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: