ভাইফোঁটা উৎসবে অভিনেতা থেকে নেতা মেতে উঠেছেন সবাই


শুক্রবার,০৯/১১/২০১৮
851

বাংলা এক্সপ্রেস---

ভাইয়ের কপালে দিলাম ফোটা, হরেক রকমের মিষ্টি সাথে সুস্বাদু খাবারের আয়োজন। এদিন শোভনদেব চট্টোপাধ্যায় ফোটা নিলেন, তিনিও মেতে উঠেছেন এই উৎসবে। অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায় কে এদিন ফোটা নিতে দেখা যায়। নেতা থেকে অভিনেতা সকলেই মেতে উঠেছেন এই উৎসবে। ব্যস্ত জীবনের এই একটা দিন সব কাজ ফেলে হাজির হয়েছেন ভাইয়েরা । দিদির কাছে ফোটা নিতে। সব মিলিয়ে বাঙালির ঘরে ঘরে আজ খুশির হাওয়া।

অন্যদিকে এইদিন বাংলা সিনেমার অভিনেতারও মেতে উঠেছেন এই দিন। মিস্টির দোকানে লম্বা লাইন। ভাইয়ের পছন্দের মিস্টী কিনতে হাজির দিদিরা। দুপুরে পদে রয়েছে নানা রকমের মাছের আয়োজন, অন্যদিকে এই দিন জিনিসের দাম আকাশছোঁয়া , পাবদা থেকে ভেটকি প্রায় ৬০০ টাকা কেজি। তাতে কি? ভাইয়ের পছন্দের মাছ কিনতে সকাল থেকে হাজির দিদি ও বোনেরা। ভাইয়ের মঙ্গল কামনায় ফোটা দিচ্ছেন বোনেরা। মিস্টিমুখের পাশাপাশি চলছে উপহার বিনিময়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট