ফের বানরের আতঙ্ক খাকুড়দাতে, এলাকায় চাঞ্চল্য


শনিবার,১০/১১/২০১৮
461

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: বছর খানেক পরেও নতুন করে বানরের আতঙ্ক বেলদা থানার খাকুড়দাতে। বানরের কামড়ে অসুস্থ বেশ কয়েকজন। আহতরা ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ এগরা মহকুমা হাসপাতাল সহ বেশ কয়েক জায়গায়। প্রসঙ্গত প্রায় একবছর আগে লেজ কাটা এক বানরের কামড়ে আহত হয়েছিল বেশ কয়েকজন। বাইরে থেকে শুটার এনে তাড়ানো ব্যবস্থা করা হয়। তার রেশ কাটতে না কাটতে আবার বেশ কয়েকদিন ধরে কয়েকটি বানরের আতঙ্ক দেখা যায় বেলদা বনাঞ্চলের অধিন খাকুড়দা,ধনেশ্বরপুর সহ বেশ কয়েকটি জায়গায়।

বাড়ি থেকে বেরোলে কিংবা স্কুল যাওয়ার পথে হঠাৎ ই আক্রমণ চালায় বানরেরা। স্কুল ছাত্রছাত্রী থেকে বৃদ্ধরা আক্রান্ত হয়। বছর খানেক আগে লেজ কাটা বানরের আক্রমণে আহত হয়েছিল বেশ কয়েকজন। তারপর বেলদা বনদপ্তর ঘেরাও করে উত্তেজিত জনতা। এমনকি আধিকারিককে হেনস্থা করের ও অভিযোগ ওঠে। তার বছর গড়াতে না গড়াতে আবার বানরেরা আক্রমণে ভীত এলাকাবাসী। এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট