মকরামপুর এ বোমা বিস্ফোরণে নিহত তিন তৃণমূল কর্মীর শহীদ সভা


শনিবার,১০/১১/২০১৮
506

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: মকরামপুর এ বোমা বিস্ফোরণে নিহত তিন তৃণমূল কর্মীর শহীদ সভা অনুষ্ঠিত হলো মকরামপুর এর খেলার মাঠে । উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যোত ঘোষ দিনেন রায় কাওসার আলী নির্মল ঘোষ ব্লক সভাপতি মিহির চন্দ্র এবং স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি নাকফুড়ি মুর্মু। নাকফুড়ি মুর্ম সরাসরি দায়ী করেছেন তৃণমূলেরই আরেক গোষ্ঠী সূর্য অর্থ লক্ষী সিট ও অমিত মন্ডল এর বিরুদ্ধে তারাই দুষ্কৃতী হিসেবে চিহ্নিত করে বোমা ছুড়ে মেরেছে এই তিন সহি তৃণমূলকে তাদের উপযুক্ত শাস্তির দাবি করেন অঞ্চল সভাপতি।

গত ২৩ শে আগস্ট তৃণমূল পার্টি অফিসে বোমা বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণে মারা যায় সুদীপ্ত ঘোষ. বিমল চৌধুরী ও বিকাশ ভূঁইয়া নামে তিন তৃণমূল কর্মী। শনিবার তাদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল । সেই সভাতেই প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । সূর্য অট্টর গোষ্ঠীর কেউ এই সভাতে আসেনি এবং সভাটি পরিচালনা করে মিহির চন্দ্র ও কৌশর আলীর গোষ্ঠী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট