অবশেষে মনের হাজারো দুঃখ ও প্রশাসনের ওপর একরাশ ক্ষোভ নিয়ে, এলাকার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দারিভিত এলাকার মানুষ ইসলামপুরের মহকুমা শাসকের কাছে দাড়ি বিট স্কুলের চাবি তুলে দিল। ফলে গত দুই মাস ধরে চলা দাড়ি বিট স্কুলের অচলাবস্থার আজ কিছুটা হলেও অবসান হলো। তবে গ্রামবাসীদের দাবি, তাদের দাবি থেকে তারা এক পাও সরেনি। শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা স্কুল বন্ধ রাখার দাবি থেকে সরে এসেছে ।
এলাকার মানুষ ইসলামপুরের মহকুমা শাসকের কাছে দাড়ি বিট স্কুলের চাবি তুলে দিল
শনিবার,১০/১১/২০১৮
554
বাংলা এক্সপ্রেস---