১০০০ টি কাঠের সেতু তুলে দিয়ে কংক্রিটের সেতু নির্মাণ করার পরিকল্পনা রাজ্য সরকারের


শনিবার,১০/১১/২০১৮
712

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: মাঝেরহাট ব্রিজ থেকে শিক্ষা। রাজ্যে ফের যাতে সেতু ভেঙে পড়ার ঘটনা না ঘটে তা নিয়ে সতর্ক রাজ্য সরকার। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েক হাজার কাঠের সেতু। তার মধ্যে বহু সেতু যথেষ্টই পুরনো এবং ভঙ্গুর অবস্থায় রয়েছে। এবার সেগুলিকে ভোঙে ফেলে কংক্রিটের নির্মান করবে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর এমনটাই।

জানা গিয়েছে, রাজ‍্যে ৪০ বছর বা তার পুরানো সমস্ত কাঠের ব্রিজ এবার বদলে ফেলা হবে। তৈরি করা হবে কংক্রিটের ব্রিজ। ৭৬০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে এই সংস্কারের কাজের জন‍্য। বিশেষ পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকেই এই কাজের টাকা বরাদ্দ করা হচ্ছে। ইতিমধ‍্যেই ‘ RITES’-কে এই বিষয়ে নকশা তৈরি করতে বলা হয়েছে। পিডব্লুডি, কেএমডিএ, সেচ প্রভৃতি দফতরের আওতায় থাকা এমন প্রায় ১০০০ টি কাঠের সেতুকে প্রথম দফায় কংক্রিটের সেতুতে রুপান্তরিত করা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট