ইভিএম ব্যবহারে সেনাবাহিনী নিয়োগের পরিকল্পনা রয়েছে: হেলালুদ্দীন আহমদ


রবিবার,১১/১১/২০১৮
622

কাজী জহির উদ্দিন তিতাস---

ঢাকা, বাংলাদেশ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে সেসব কেন্দ্রে সেনাবাহিনী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে ইসি সচিব বলেন, ‘যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, সেসব কেন্দ্রে নিরাপত্তা ও কারিগরি সহায়তার জন্য সেনাবাহিনী নিয়োগের পরিকল্পনা আমাদের রয়েছে। ইসিতে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’

নির্বাচন কমিশনাররা সম্মতি দিলেই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও এ সময় জানান ইসি সচিব।

এর আগে গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা জানিয়েছিলেন, নির্বাচনের ভোট গ্রহণে দ্বৈবচয়নের ভিত্তিতে শহরের কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

ইভিএম মেলা প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘ইভিএম নিয়ে আগামী ১২ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা হবে। রাজনৈতিক দলগুলোকে আমরা এতে আমন্ত্রণ জানিয়েছি। তারা যদি তাদের টেকনিক্যাল টিম দিয়ে ইভিএম পর্যবেবেক্ষণ করতে চায়, তা তারা করতে পারবে।’
ভোটের তারিখ পেছানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। ভোটের তারিখ পেছানোর কোনো চিন্তা এখন পর্যন্ত নেই। তবে সব দল যদি চায় তাহলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

মনোনয়ন ফরম বিক্রিতে রাজনৈতিক দলগুলোর বিশৃঙ্খলার বিষয়ে জানতে চাওয়া হলে ইসি সচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলো একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করবে। এতে আচরণ বিধি লঙ্ঘনের কিছু দেখছি না।’

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট