কালী পুজার রেশ কাটিয়ে এবারে ছট পুজায় মেতে উঠলো ঝাড়গ্রাম


মঙ্গলবার,১৩/১১/২০১৮
475

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম : মানুষ উৎসব প্রেমী। যেকোন উৎসবেই মেতে উঠে। দুর্গা পুজা ও কালী পুজার রেশ কাটিয়ে এবারে ছট পুজায় মেতে উঠলো মঙ্গলবার বিকালে। ছট পুজা মানে ষষ্টি ও সূর্যের এক সাথে আরাধনা যাকে বলা হয় ছট্টী মাইয়া। কালী পুজার অমাবস্যার পরে ষষ্টি পূজা করে হিন্দী ভাষী মানুষেরা। কিন্তু এখন এই পুুজায় হিন্দী ভাষী মানুষদের সাথে তাল মিলিয়ে সব জাতীর মানুষ পুজা করে থাকে নিষ্ঠা ও ভক্তি সহকারে। এখন সব সম্প্রদায়ের মানুষ ছট পূজায় মেতে উঠে।

খড়গপুরে এই পুজার চল খুব বেশি সেই সাথে ঝাড়গ্রাম জেলায়ও ছট পুজা ব্রততে খামতি নেই। ছট পুজা কালী পুজার অমাবষ্যার পরে ষষ্টিতে পুজা হয় নদীতে নেমে অস্তগামী সূর্য ও উদীয়মান সূর্য কে অর্ঘ দিয়ে। তাই এই পুজা কে ছট পুজা বলা হয়।এই পুজায় বিভিন্ন ধরনের সামগ্রী লাগে যেমন কয়েক প্রকার ফল সহ পূজার প্রধান ভোগ হল ঠেকুয়া। মঙ্গলবার অস্ত গামী সূর্য ও বুধবার উদীয়মান সূর্যকে অর্ঘ দিয়ে ব্রত কারিরা এই পুজা শেষ করবে। ঝাড়গ্রামের বিভিন্ন পুকুরে ছট পুজা হয়ে থাকে। এই পুজাকে কেন্দ্র করে মানুষের ঢল নামে প্রতিটি ঘাটে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে ঝাড়গ্রাম পুলিশ প্রশাসন থেকে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট