অঙ্কুশের ব্যাপারে এমন কি জানে মিমি, যা আর কেউ জানে না?


বুধবার,১৪/১১/২০১৮
981

বাংলা এক্সপ্রেস---

বাংলা ছায়াছবিতে অভিনেতাদের মধ্যে অঙ্কুশ এখন বেশ জনপ্রিয়। তার এবছরের হিট সিনেমাগুলির মধ্যে অন্যতম হল ভিলেন। এই সিনেমাতে তার নায়িকা হিসাবে অভিনয় করেছেন মিমি। এদিন এক স্বাক্ষাতকারে মিমি ও অঙ্কুশ এই সিনেমার শুটিং এর নানান গল্প তুলে ধরেন দর্শক দের সামনে। অঙ্কুশ ছিলেন একটু অন্য মেজাজে।

এদিন নানান রোম্যান্টিক গল্প উঠে আসে সিনেমা নিয়ে তাদের মুখ থেকে। স্বাভাবিক ভাবে তার পছন্দের নায়িকা কে এই নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয় অভিনেতা কে। জনপ্রিয় এক টিভি চ্যানেলের স্বাক্ষাতকারে মিমি জানান তিনি এমন কিছু জানেন অঙ্কুশের ব্যাপারে যা অন্য কেউ জানেনা। এই কথা শুনে স্বাভাবিক ভাবে মনে হতে পারে আপনার এমন কি কথা রয়েছে গোপন এই অভিনেতাকে নিয়ে। আসলে এই জুটির কেমিস্ট্রি নিয়ে এই খুনসুটি। যা মজার ছলেই বললেন অভিনেত্রী।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট