বেলদায় অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ


বুধবার,১৪/১১/২০১৮
648

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্থায়ী কর্মীদের মর্যাদা, মাসিক ১৮০০০ টাকা বেতন , অবসরকালীন ভাতা, পি এফ পেনশনের দাবী সহ সামাজিক সুরক্ষার দাবীতে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স এসোসিয়েশনের উদ্যেগে বিক্ষোভ ডেপুটেশন হল বেলদাতে। বুধবার নারায়ণগড় ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা বর্ধিত ভাতা কমানোর প্রতিবাদ জানিয়ে ব্লক  শিশু সংহত বিকাশ  দপ্তরে স্মারকলিপি দেন।

এদিন ডেপুটেশন কর্মসূচি কে সামনে রেখে মিছিল বেলদা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে দপ্তরে এসে শেষ হয়। সাথে এদিন কর্মীদের চার প্রতিনিধিদল সুনির্দিষ্ট দাবী নিয়ে আধিকারিকের  সাথে কথা বলেন। আগামী ১৫ ই নভেম্বর কলকাতা অভিযানের আহ্বান জানানো হয় ইউনিয়নের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা নেত্রী  রেবা পাত্র, চম্পা সরেন ও ব্লক নেত্রী গঙ্গা দাস, পূরবী বেরা, জোৎস্না অধিকারী সহ আরও অনেকে ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট