লালগড়ের শবর পাড়ায় শিশুদের পেট পুরে খাওযালেন প্রশাসনিক আধিকারিকরা


বুধবার,১৪/১১/২০১৮
500

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: লালগড়ের পূর্ণাপাণি গ্রামে ৯৭টি পরিবারের বাস। এর মধ্যে জঙ্গলখাস মৌজায় আছে ৩৫টি শবর পরিবার। এখানেই গত ১৫ দিনে ৭ জন শবরের মৃত্যু হয়েছে। সেই খবরে আলো়ড়নও পড়েছে। মঙ্গলবার গ্রামে পৌঁছন জেলাশাসক, পুলিশ সুপার। ত্রাণ নিয়ে আসেন শাসক দলের নেতারও। দুবেলা ভাতের অভাব নেই। মাথাপিছু মাসে ৮ কিলো চাল ও ৩ কিলো আটা দেয় প্রশাসন। কাছেই তাড়কি উপ-স্বাস্থ্য কেন্দ্র।

লালগড়ের পূণাপানির জঙ্গল দেশের বাসিন্দা শবরদের জন্য যেখানে আছেন একজন এ এন এম নার্স, একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট, দুজন আশা কর্মী। চিকিৎসার সমস্ত সুযোগ যেখানে মজুত। যে সাত জন শবর মারা গিয়েছেন, তাদের দুজনের যক্ষ্মা রোগের চিকিৎসা করেছেন এই স্বাস্থ্য কেন্দ্রই। পূর্ণাপানিতে আজ সেখানকার শিশুদের দুপুরের খাওয়ার ব্যবস্থা করে শাষক দল ও প্রশাসনিক আধিকারিকরা। এছাড়া যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের জেলা পুলিশের পক্ষ থেকে দেওযা হল হর্লিক্স ও ফল।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট