ভাগিরথীর লোগো উদ্বোধন


বুধবার,১৪/১১/২০১৮
577

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রয়াত মান্নান হোসেনের স্মরণ সভায় এসে বুধবার বিকেলে পঞ্চাননতলা ভাগিরথী কোঅপারেটিভ মিল্ক উৎপাদক প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠানে এসে ভাগিরথীর লোগো উদ্বোধন করেন। পাশাপাশি সমবায় সপ্তাহ উপলক্ষে সমবায়ের একটি লোগো উদ্বোধন করেন। এদিন শুভেন্দু অধিকারী বলেন, দুগ্ধ সমবায় সমিতি গুলিকে প্রতিষ্ঠানে উন্নতি কল্পে ১০হাজার টাকা করে এক কালীন অনুদান হিসাবে প্রদান করা হবে।

৪৩০টি সমিতিতে এই টাকা প্রদান করা হবে। ২৬হাজার ৩০০জন গোপালককে দুগ্ধ উৎপাদকগনের স্বার্থের কথা ভেবে তাদের টাকা সরাসরি ব্যাংক মারফত প্রদান করা হবে।  অন্যান্য চাষীদের ক্ষেত্রেও সরাসরি ব্যাঙ্কে টাকা প্রদান করা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রী জাকির হোসেন, জেলাশাসক পি উলগানাথন, জেলা পুলিস সুপার মুকেশ কুমার সহ জেলার অন্যান্য বিধায়কগন এবং জেলাপরিষদের সভাধিপতি মোসারফ হোসেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট