“বিয়ের আসরে একি করলেন দীপিকা ” জানতে হলে প্রতিবেদনটি পড়ুন


বৃহস্পতিবার,১৫/১১/২০১৮
815

শুভ বিশ্বাস---

গতকাল সাত পাকে বাঁধা পড়লেন এই জুটি। যা নিয়ে সরগরম সিনে দুনিয়া। রুপকথার রাজকন্যা দীপিকার স্বপ্নপুরন হল কাল। কিন্তু বিয়ের আসরে ভেঙ্গে পড়লেন এই রুপসী সেলিব্রিটি। ইতালির লেক কোমোতে বিয়ের অনুষ্ঠানের আগে আয়োজন হয়েছিল সঙ্গীত ও মেহেন্দির। সেই অনুষ্ঠানেই কান্নায় ভেঙে পড়েছিলেন দীপিকা পাডুকোন। কিন্তু তাকে সামলে নেন রাজকুমার রনবীর। এর আগেও তিনি বারবার এমন অবস্থায় সামলে নিয়েছিলেন তাকে। সারাজীবনের দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে । তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এখন বাস্তবে। তার স্বপ্নের রাজকুমার এখন তার জীবনের হিরো। সাত পাকে বাঁধা পরতেই মন কেমনের রাতে ভেঙ্গে পড়লেন এই সুন্দরী। জীবনের নতুন পথ চলা শুরু তাদের দুজনের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট