কলকাতার আলোকসজ্জাকে টেক্কা দিয়ে চলছে চন্দননগরে আলোকসজ্জা। শুধু তাই নয় হাজার হাজার দর্শনার্থিদের মন জয় করে নিয়েছে চন্দননগরের আলোকসজ্জা। রঙ্গীন আলোকসজ্জায় মন মাতানো মনরোম পরিবেশে পূজা চলছে চন্দননগরে। প্রায় ২৫৬ টি বারোয়ারী পূজা হচ্ছে এবার চন্দননগরে, সাথে রঙ্গীন আলোকসজ্জা। মন মাতানো উৎসবের আনন্দ নিতে হাজির সাধারন মানুষ। আলোর জোয়ারে ভাসছে চন্দননগর। প্রতিবারের মত এবারেও বর্নাঢ্য আলোকসজ্জায় ঢাকা চন্দননগর। এই উৎসবের আনন্দে চেটেপুটে নিতে রাজপথে নেমেছে অজস্র মানুষ।
আলোর জোয়ারে ভাসছে চন্দননগর
বৃহস্পতিবার,১৫/১১/২০১৮
479
শুভ বিশ্বাস---