মুর্শিদাবাদ জেলাতেও মহাসমারোহে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো


বৃহস্পতিবার,১৫/১১/২০১৮
448

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ রাজ্যজুড়ে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও মহাসমারোহে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার বহরমপুর কাদাই এলাকার বহরমপুর সিটি ক্লাবের সপ্তম বর্ষের পুজো এটি। বুধবার রাত্রে আনুষ্ঠানিক ভাবে ঘট ভরার মাধ্যম দিয়ে এই পুজোর শুভ সূচনা হয়। বুধবার সকালে মহাষষ্টী ও মহাসপ্তমীর পুজো হয়। এদিন সন্ধ্যায় সন্ধ্যারতির মধ্যে দিয়ে প্রসাদ বিতরন করা হয়।

বৃহস্পতিবার সকালে মহাষ্টমীর পুজো করে দুপুরে ভোগ বিতরন করা হবে বলে জানায় ক্লাব উদ্যোক্তারা। তারা জানান যে এবছর অষ্টমী যেহেতু দুই দিন তাই দুদিন তারা ভোগ বিতরন করবেন। মহানবমীতে গোটা বহরমপুর শহর জুড়ে মায়ের ভোগ বিতরন করা হবে। দশমীতে নরনারায়ন সেবার মধ্যে দিয়ে পুজো শেষ হবে। আগামী ২০তারিখে মহাসমারোহে মায়ের নিরঞ্জন হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট