বায়োপিক তৈরি হবে বাইচুং ভুটিয়ার জীবনী নিয়ে


বৃহস্পতিবার,১৫/১১/২০১৮
1088

পিয়া গুপ্তা---

ধোনি-মিলখা -মেরিকমের পর এবার আর এক নক্ষত্রের জীবনী স্থান পেতে চলেছে বড় পর্দায়। শোনা যাচ্ছে এবারে বায়োপিক তৈরি হবে বাইচুং ভুটিয়ার জীবনী নিয়ে। পরিচালক আনন্দ কুমার জানিয়েছেন বিশ্বকাপের সময় ভারতে ফুটবল উন্মাদনা দেখার সময় থেকেই শুরু হয়েছিল বাইচুং ভুটিয়া কে নিয়ে বায়োপিক তৈরি করার বর্তমান সম্মানীয় কোচ পুল্লেলা গোপীচাঁদ ও ক্রিকেটার মিতালি রাজের পর এবার শোনা যাচ্ছে, বায়োপিক তৈরি হতে চলেছে ভারতের এই প্রজন্মের সেরা ফুটবলার বাইচুং ভুটিয়ার ওপর।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

পরিচালক আনন্দ বলেন, “বিশ্বকাপের সময় আমি লক্ষ্য করেছিলাম, ভারতে খেলার প্যাশনটা বদলে গিয়েছে, কারণ ভারতের তরুণ প্রজন্ম ফুটবলের প্রতি ক্রমশ ঝুঁকছে। ক্রিকেটের থেকে বেশি ফুটবল পছন্দ করছে এই প্রজন্ম। সে কারণেই ফুটবলের ওপর ছবিটা তৈরি করতে চাই এবং সেখানে বাইচুং-এর চেয়ে ভাল আর কেই বা হতে পারত?” তিনি আরও বলেন, “বাইচুংয়ের জার্নিটা একটা ভাল ছবির চিত্রনাট্যের জন্য যথেষ্ট। তিনি পদ্মশ্রী পেয়েছেন এবং অল্পবয়সী ভারতীয়দের কাছে রোল মডেল তো বটেই। অবশ্যই যারা ফুটবলের ভক্ত তাদের জন্য।” বায়োপিক তৈরির খবর শুনে বাইচুং বলেন, “আমি সম্মানিত যে ওঁরা মনে করেছেন আমার জার্নি বড় পর্দায় তুলে ধরার মতো। আশা করব, আনন্দ গল্পটা ভালোভাবেই বলবেন। সিকিমের মতো ছোট শহর থেকে এসে আমার একমাত্র স্বপ্ন ছিল ভারতের হয়ে ফুটবল খেলা। একটা প্রফেশনাল ফুটবল ক্লাব হোক আমার, এটাও চেয়েছিলাম।”

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট