বচসার জেরে গুলিবিদ্ধ দুই যুবক


বৃহস্পতিবার,১৫/১১/২০১৮
530

বাংলা এক্সপ্রেস---

মুর্শিদাবাদঃ মোটর সাইকেল রাখা নিয়ে বচসার জেরে বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া হল্ট স্টেশন এলাকায় গুলিবিদ্ধ দুই যুবক। আহতদের নাম তরিফত সেখ এবং সাহাবুল সেখ। বাড়ি বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতের মুসুরিডাঙ্গা এলাকায়। দুইজনেই আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর বুধবার রাতে হাওড়া-আজিমগঞ্জ রেলপথের নিয়াল্লিশপাড়া হল্ট স্টেশনের বাইরে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

তবে কে বা কারা গুলি চালাল সেই বিষয়ে কিছু বলতে চাইছে না আজিমগঞ্জ রেলওয়ে পুলিস এবং বহরমপুর থানার পুলিস। ঘটনায় আহত তরিফর সেখের এক আত্মীয় হাসান সেখ বলেন হল্ট স্টেশনের বাইতে টোটোর স্ট্যান্ড রয়েছে। আহত দুই জনেই টোটো চালক। ঘটনার সময় দুই জনেই টোটোর মধ্যে বসেছিল। গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে দুই জনের গায়ে লাগে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট