ঝাড়গ্রাম: বদলি হলেন ঝাড়গ্রামর জেলা পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠোর। তার বদলে ওই পদে পুলিশ সুপার হয়ে আসছেন অরিজিত সিনহা। এছাড়াও রাজ্যে বেশ কিছু পুলিশ অফিসারের রদবদল করা হয়েছে। অরিজিত সিনহা বারুইপুরের পুলিশ সুপার ছিলেন, তিনি ঝাড়গ্রামের পুলিশ সুপার হয়ে আসছেন এবং ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠোর যাচ্ছেন DC Zone- I (North), Howrah police commissioner.
বদলি হলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার
শুক্রবার,১৬/১১/২০১৮
651
বাংলা এক্সপ্রেস---