কলকাতা: লালগড়ের পূর্ণাপানিতে গত ১৫ দিনে অনাহার, অপুষ্টি,বিনা চিকিৎসায় মারা গেলেন শবর সম্প্রদায়ের ৮ জন মানুষ। অভিযোগ CPI (ML) লিবারেশন। দলের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ এক প্রেস বিবৃতিতে জানান, যথারীতি মূখ্যমন্ত্রীর নীরবতা,এলাকার বিধায়কের ” তথ্য সংগ্রহের জন্য অপেক্ষা”। অথচ মৃত্যুর দিন কয়েক আগে ওরা কয়েকজন বেঁচে থাকার শেষ চেষ্টায় পঞ্চায়েত অফিসে গিয়েছিলেন ” একশ দিনের কাজের আশায়”। সেখানেও বিফল।
লালগড় পঞ্চায়েতে ৯৪৫টি জব কার্ডধারী আদিবাসী পরিবারের মাত্র ৯৮টি পরিবার চলতি আর্থিক বছরে ২০ দিন কাজ পেয়েছেন। কেউ খোঁজ রাখেনি, খোঁজ রাখার দায়িত্বও কারোর নেই। রাজ্য জুড়ে জঙ্গলমহল শুধু হাসছে বলে বিজ্ঞাপনের ছয়লাপ। মুখ্যমন্ত্রী তার নীরবতা ভাঙ্গুন, জবাব দিন। এই পরিকল্পিত অনাহার মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের কার কি শাস্তি হলো রাজ্যবাসী জানতে চায়।