ধর্মীয় রীতি-নীতি-ঐতিহ্য মেনে রাসমনি ভবনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন


শনিবার,১৭/১১/২০১৮
857

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: দুর্গা পজো, কালী পুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোয় মাতোয়ারা বালিগঞ্জের রাসমনি ভবন। সম্পূর্ণ ধর্মীয় রীতি-নীতি-ঐতিহ্য মেনে পুজোর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই মন্দিরে মায়ের অধীষ্ঠান হয়ে গিয়েছে। শনিবার পুজোর আয়োজন। পরিবারের সদস্যরা সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছেন। রানিমা শ্যামলী দাস বলেন, পরিবারের এই পুজো বহু প্রাচীণ। রাসমনি ভবনে আড়াইশো বছরের প্রাচীণ দুর্গা পুজোয় বহু মানুষের সমাগম ঘটেছিল। এসেছিলেন সমাজের বিশিষ্টজনেরাও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারদ শুভেচ্ছা জানিয়েছিলেন। দুর্গা পুজোর পর কালী পুজোতেও উৎসবমুখর হয়ে উঠেছিল রাসমনি ভবন। এবার জগদ্ধাত্রী পুজোয় সেজে উঠেছে পুরনো এই বাড়ি। পরিবারের ব্যস্ততাও তুঙ্গে। শ্যামলীদেবী জানালেন, জগদ্ধাত্রী পুজো খুব বড় করে না হলেও আয়োজনে কোন খামতি থাকে না। বহু মানুষ আসেন এই সময়। এই পুজোর মধ্য দিয়ে দেশ, জাতির উন্নতি হোক। ইতিমধ্যেই বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন শ্যামলী দাস। দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী তিনি। তাই বালিগঞ্জের রাসমনি ভবনে দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা-কর্মীদের আনাগোনাও বেড়েছে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দলীয় কর্মী সমর্থকরা আসবেন বলেই খবর।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট