অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিখ্যাত খলনায়িকা মোনালিসা


রবিবার,১৮/১১/২০১৮
1093

পিয়া গুপ্তা---

বলিউডে এখন বিয়ের মরশুম। একের পর এক তারকার বিয়ে ঘিরে আপাতত মাতোয়ারা বলিউড। এদিকে, টলি পাড়াতেও রয়েছে বিয়ের খবর। বিয়ের পিঁড়িতে প্রথমেই বসতে চলেছেন অভিনেত্রী মোনালিসা। কে আপন কে পর’ থেকে শুরু করে ‘দীপ জ্বেলে যাই ‘ সহ একাধিক টেলিভিশন সিরিয়ালে বিখ্যাত খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা পাল। বহুবার তাঁকে সঞ্চালিকার ভূমিকাতেও দেখেছেন দর্শক। এবার সেই মোনালিসার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।

পাত্র আর কেউ না মোনালিসার ই ছোটবেলার বন্ধু। ছোটবেলার ক্লাস সিক্সে থেকে প্রেম। ইন্ডাস্ট্রির একেবারে অচেনা মুখ বিশ্বজিৎ সরকারের সাথেই বিয়ে করতে চলছেন মোনালিসা।বিশ্বজিৎ আইটি প্রফেশনাল আগামী ১৯ নভেম্বর মোনালিসার বিয়ে। তার পরও কলকাতায় থেকেই কাজ চালিয়ে যাবেন এমনই জানিয়েছেন অভিনেত্রী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট