অন্য রাজ্যের চেয়ে বাংলার শিক্ষকদের বেতন কম : সুজন চক্রবর্তী


সোমবার,১৯/১১/২০১৮
624

হাবিব উল ইসলাম---

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্যাশ্রী, যুবশ্রী সব ব্যাপারে প্রথম হওয়ার দাবি করেন । কিন্তু ভারতের অন্য যেকোনো রাজ্যের চেয়ে পার্শ্বশিক্ষক সহ সর্বস্তরের শিক্ষকদের বেতন অনেক কম। সোমবার কলকাতার ধর্মতলায় পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন বিশিষ্ট বামনেতা সুজন চক্রবর্তী।

এদিন রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার পার্শ্বশিক্ষক পূর্ণ শিক্ষকের পদমর্যাদা, সমকাজে সমবেতন, সি সি এল চালু, নিয়োগের প্রথম দিন থেকে পি এফ প্রদান ও ইনক্রিমেন্টের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের ডাকে ধর্মতলায় বিক্ষোভ সমাবেশে যোগ দেন। পার্শ্বশিক্ষকদের দাবিকে সমর্থন করে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বামনেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস নেতা আব্দুল মান্নান সহ প্রমুখ নেতা-নেত্রী। পরে প্রায় একশো জনের মতো বিক্ষোভকারী পার্শ্বশিক্ষক গ্রেপ্তারবরণ করেন। পরে অবশ্য গ্রেপ্তার হওয়া পার্শ্বশিক্ষকদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট