মহেন্দ্র সিং ধোনি আবার সমালোচনার সন্মুখীন


মঙ্গলবার,২০/১১/২০১৮
588

শুভ বিশ্বাস---

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এর আগেও বারবার সমালোচনার সন্মুখীন হয়েছেন । কিন্তু আবার তিনি সমালোচনার ঝড় বয়ে গেল এই মহান ক্রিকেট তারকাকে নিয়ে। এর আগেও তার খারাপ পারফরম্যান্স এর জন্য তিনি সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। এবার তার বিরুদ্ধে সরব হয়েছেন তার ফ্যানেরা।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সুত্রের খবর ১৯৮৩ সালের বিশ্বজয়ী অধিনায়ক কপিলদেব নিখাঞ্জ জানিয়েছেন, ধোনির উপরে এখন আর আগের মতো আশা করা উচিত নয়। এতে হীতে বিপরীত হতে পারে। এই মন্তব্যের পর থেকেই তার বিরুদ্ধে ধেয়ে আসে সমালোচনার ঝড়। শুধু তাই নয় বর্তমান কিছু ম্যাচে তার পারফরম্যান্স একেবারেই ভালো নয়, অনেকদিন ধরেই তিনি ছন্দে নেই। এর ফলে তার বিরুদ্ধে মুখ খুলছেন একে একে বিদ্বজনেরা।

তবে তার অভিজ্ঞতা দলের সম্পদ একথা অস্বীকার করার কোন জায়গা নেই । তিনি ভারতকে এনে দিয়েছেন বহু ট্রফি। এমন তারকা ক্রিকেটারের বিরুদ্ধে এবার সরব হয়েছেন ক্রিকেট প্রেমীরা। ২২ গজে তাকে আর ঝলসে উঠতে দেখা যাচ্ছে না বলেই সমালোচনার ঝড় উঠেছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট