কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, পরিবেশ রক্ষা নিয়ে আলোচনা


মঙ্গলবার,২০/১১/২০১৮
733

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: মঙ্গলবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন বসেছে অধিবেশন কক্ষে। মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ শাসক ও বিরোধী পক্ষের জনপ্রতিনিধিরা অংশ নিয়েছেন। বেশ কিছু ইস্যুতে সরগরম হয়ে ওঠে অধিবেশন। গ্রীণ ব্রেঞ্চের কাছে পুরসভার পক্ষ থেকে আবেদন করা হয়েছে পুরসভার হটমিক্স চালু করা হোক নজরদারির মধ্যে দিয়ে যাতে পরিবেশ অক্ষুন্ন থাকে। আগামী ১৯ তারিখ গ্রীণ বেঞ্চে শুনানি রয়েছে।কলকাতা পুরসভার হটমিক্স উৎপাদন কেন্দ্র বনধ্ রয়েছে গ্রীণ বেল্ট এর নির্দেশে। অধিবেশনে জানালেন মেয়র।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

২০১৮/১৯ অর্থ বর্ষে বাজেটের উপর ৪০% বাজেট বরাদ্দের উপর Embargo চালু হয়েছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। জবাবে মেয়র পারিষদ দেবাশীষ কুমার জানান embargo 10% এর বেশি করা হয়নি। এতে পুরসভার বার্তি খরচ কমেছে, উন্নয়নের কাজের কোনো অসুবিধা হয়নি হবেনা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট