আবার প্রকাশ্যে এল তৃনমূলের গোষ্ঠীদ্বন্ধ


মঙ্গলবার,২০/১১/২০১৮
456

বাংলা এক্সপ্রেস---

রঘুনাথগঞ্জঃ আবার প্রকাশ্যে এল তৃনমূলের গোষ্ঠীদ্বন্ধ। তৃনমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল অপর এক তৃনমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রঘুনাথগঞ্জ থানার সুজাপুর চৌমাথার মোড়ে। আহত ব্যাক্তির নাম টুলু সেখ। বর্তমানে তিনি জঙ্গীপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিস।

আহত টুলু সেখ জানান যে সোমবার রাতে বাড়ির সামনে বসে ছিলেন তিনি আর তখনই দুটি মোটর বাইকে করে কয়েকজন দুস্কৃতি তাকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়ে। তার অভিযোগ তিনি একজন তৃনমূল কর্মী হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এবং মন্ত্রী জাকির হোসেনের ছবি ফেসবুকে শেয়ার করতেন। সেটাতেই আপত্তি জানিয়েছিল এলাকার কয়েকজন তৃনমূল কর্মী। এর আগে রঘুনাথগঞ্জ থানাতেও অভিযোগ জানিয়েছিলেন তিনি। আর সেই কারনের তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে তারা বলে অভিযোগ তার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট