অস্ট্রেলিয়া সফরে অন্য মেজাজে ভারতীয় দল


বৃহস্পতিবার,২২/১১/২০১৮
513

শুভ বিশ্বাস ---

অস্ট্রেলিয়া সফরে নাটকীয় ম্যাচ দেখতে চলেছে গোটা ক্রিকেট বিশ্ব। এর আগেও মুখোমুখি হয়েছে বহুবার এই দুটি দল। শুধু তাই নয় অস্ট্রেলিয়া সফরে ভারতের সামনে রয়েছে একগুচ্ছ রেকর্ড। বিরাটের নের্তত্বে মাঠে নামবে ভারতীয় দল। এছাড়া টি টোয়েন্টি প্রথম ম্যাচে ইতিমধ্যেই পরাজিত হয়েছে ভারতীয় দল। এবারে ভারতীয় ক্রিকেটার দের মধ্যে বিরোধী শিবিরের সবার নজর হিটম্যান রোহিতের দিকে। কারন অস্ত্রেলিয়ার বিরুদ্ধে তাঁর রেকর্ড বরাবর ভালো।

ভারতের মাটিতে রোহিত বারবার তছনছ করে দিয়েছে ক্যাঙ্গারু দলকে। তাঁর ব্যাটিং জাদু মুগ্ধ করেছে বহু ক্রিকেটপ্রেমীকে। বিরাট ছাড়া এবার সবার নজর হিট ম্যান রোহিতের দিকে, বিরাটের ওপর ভরসা রয়েছে গোটা বিশ্বের। ক্রিকেট দুনিয়াকে তোলপাড় করে তুলেছিল তাঁর ব্যাটিং। স্লেজিং অস্ট্রেলিয়া সফরের অন্যতম বৈশিস্ট। এবারেও ছবিটা বদলায় কিনা সেটাই দেখার। প্রথম ম্যাচে শিখর ধাওয়ানকে জ্বলে উঠতে দেখা যায়। এবারে অস্ট্রেলিয়া সফর একেবারে ভিন্ন মেজাজে ভারতীয় দল। বাইশ গজে নতুন ভুমিকায় অবতীর্ন হবে ভারতীয় দল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট