বাংলা টেলিভিসন এ এই প্রথমবার আসছে “নেতাজী ” দেশনায়ক হয়ে ওঠার কাহিনী


বৃহস্পতিবার,২২/১১/২০১৮
779

শুভ বিশ্বাস---

এর আগে অনেকের নিনে নানা ধারবাহিক এসেছে বাংলা সিরিয়ালে, কিন্তু এবার একেবার এক অন্য চরিত্র নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক “নেতাজী “। যুগের আলোড়ন সৃষ্টিকারী নায়ক সুভাষের ঘরের ছেলে থেকে দেশনায়ক হয়ে ওঠার কাহিনী আসছে জি বাংলায়। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী , আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক ছিলেন নেতাজী। কংগ্রেস কমিটি যেখানে ভারতের অধিরাজ্য মর্যাদা বা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করে, সেখানে সুভাষচন্দ্রই প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন। রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে ‘দেশনায়ক’ আখ্যা দিয়ে তাসের দেশ নৃত্যনাট্যটি তাঁকে উৎসর্গ করেন।

এছাড়া সুভাষ চন্দ্রের জীবনের শৈশব থেকে ভারতের জাতীয় আন্দোলনে যোগ দেওয়ার কাহিনী এবার দেখা যাবে জি বাংলার পর্দায় । এই দেশপ্রেমিক কে নিয়ে রয়েছে নানান রহস্য। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা আজও মনে রেখেছে গোটা বিশ্ব। বহু চরিত্র আমরা এর আগে সিনেমার পর্দায় দেখেছি এর আগে কিন্তু এই প্রথমবার ঘরের ছেলে সুভাষ কে নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নেতাজী। ইতিমধ্যে ট্রেলার টি লঞ্চ করেছে , তাতেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। সুভাষ চন্দ্রের রাজনৈতিক চিন্তাধারা, ভারত থেকে পলায়ন, তাঁর অন্তর্ধান রহস্য এবার সেলুলয়েডে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট