MeToo ঝড় নিয়ে মুখ খুললেন বেবো


শুক্রবার,২৩/১১/২০১৮
874

বাংলা এক্সপ্রেস---

সম্প্রতি রেডিও চ্যানেল ইশক 104.8 FM -এর উদ্বোধনে করতে এসে MeToo নিয়ে করিনা বলেন। যৌন হেনস্থা নিয়ে একের পর এক তারকা যেভাবে পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে সকলের সামনে নিজেদের প্রতি হওয়া অত্যাচার কে জনসমক্ষে তুলে ধরছেন তা সত্যি অভাবনীয়।

করিনা বলেন, ” অনেক মহিলারা আজ মুখ খুলেছেন কিন্তু একটা সময় তারা মুখ খুলতে পারতো না। তাই তারা যেভাবে নিজেদের প্রতি হওয়া অন্যায় অবিচারের ওপর মুখ খুলেছেন আমি তাতে আমি মহিলাদের সমর্থন করি, যাঁরা এই সাহস দেখিয়েছে। তাঁদের এই রুখে দাঁড়ানোর জন্যই আগামী দিনে কর্মক্ষেত্রে আমরা নিরাপত্তা পাব ” জানালেন কারিনা। কারিনা আরও বলেন যারা অপরাধী তাদের উচিত শাস্তি পাওয়া উচিত।

বড় তারকা হোন কিংবা ছোট তারকা কেউ যেন রেহাই না পায়। এতদিন মেয়েরা নিজেদের পর্দার আড়ালে লুকিয়ে রাখতো আজ তারা সামনে এসে নিজেদের প্রতি হওয়া অন্যায় বিরুদ্ধে মুখ খুলেছেন সাহস দেখিয়েছে এটাই অনেক। এতেই অনেক পরিবর্তন হয়েছে।”

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট