কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে তৃণমূল তথা শাসক দলের নির্বাচিত প্রতিনিধিদের অঞ্চল অফিসে প্রবেশ


শুক্রবার,২৩/১১/২০১৮
559

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: আজ ডেবরা ব্লকের ১নং ভবানী পুর অঞ্চলে নিশ্ছিদ্র পুলিশের নিরাপত্তার মাধ্যমে তৃণমূলের প্রতীকে জিতে আসা ৪ জন্ পঞ্চায়েত সদস্য গন প্রথম মিটিং উপস্থিতি হয় ,তবে অঞ্চল টি বর্তমানে বোর্ড গঠন করছে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থীরা। বাংলার দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত‌ই নির্দেশ দেন না কেন যে দলে কোনো গোষ্ঠীবাজী থাকবে না , তা সত্বেও এই নির্দেশ নীচু তলায় কার্যকরী করা যাচ্ছেনা। কারন ক্ষমতার মধুভান্ডার দখলে রাখতে শাসক দলের নীচু তলার নেতাদের পছন্দ মতো লোকজনকে দিয়ে এলাকা এলাকায় গন্ডগোল লাগিয়ে রাখে। যার পরিণতিতে সাধারণ মানুষের এমনকি নীচু তলার কর্মীদের প্রান ওষ্ঠাগত হয়ে ওঠে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

এর ফলে শাসক দল মানুষের মনের থেকে আস্তে আস্তে সরে যায়। সেই জন্য তৃণমূলের অফিসিয়াল জয়ী প্রার্থীদেরও নিজেদের অন্য গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হ‌ওয়ার ভয়ে কঠোর পুলিশী নিরাপত্তার মধ্যে থাকতে হচ্ছে। তৃণমূলের এই দুই গোষ্ঠীর মন কষাকষির ফলে এই পরিনতি। তৃণমূল নেতা তুষার মাইতি বলেন যে ভাবে কার্যক্রম হচ্ছে তাতে সন্তুষ্ট নয়, তবে পরবর্তী দিন গুলো অঞ্চলে আসবে কি না তা দলের নেতারা সিদ্ধান্ত নেবে, ওপর দিকে জগন্নাথ মূলা বললেন পঞ্চায়েতের নিয়মে আমরা কাজ কোরবো, তবে যে কথাগুলো ওরা বলেছে সব মিথ্যা অপপ্রচার। তবে আমাদের আজকের বৈঠক শান্তি পূর্ণভাবে হয়েছে। তবে এখনও পুলিশ মোতায়েন রয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট