পশ্চিম মেদিনীপুর: সরকারী বাসের ধাক্কায় প্রান গেলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে শালবনীর দামাকাটাতে। জানা গিয়েছে মুকুটমণিপুর ও দীঘা রুট এর একটি সরকারি বাস রাস্তার এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে ঘটনাস্থলে মারা যায়এক ব্যক্তি। তিন জনকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত ব্যক্তির নাম ডমন মাহাতো ৫৩ বছর বয়স। ঘটনাস্থলে পুলিশ।
সরকারী বাসের ধাক্কায় মৃত এক আহত তিন
শনিবার,২৪/১১/২০১৮
421
বাংলা এক্সপ্রেস---