পশ্চিম মেদিনীপুর: দুদিন ব্যপি ফুটবল প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দাঁতন বিধানসভার বিধায়ক। কেদার উদয় শংকর সমিতির উদ্যোগে আয়োজিত দুদিন ব্যপি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। উপস্থিত ছিলেন দাঁতন ২ ব্লকের তৃণমূল দলের সভাপতি দুর্গেশ নন্দ,ভদ্র হেমরম প্রমুখ। শুক্রবার বিকেলে ফুটবলে গোল করে কেদার মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুব সুচনা হয়। পাশাপাশি খেলোয়াড়দের সাথে করমর্দন ও করেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। সমাজসেবামূলক কাজের মাধ্যমে সার্বিজ উন্নয়নের কথা বলেন ক্লাব কর্মকর্তাদের। সাথে সাথেও ক্লাবের উন্নতিকরনের জন্য আর্থিক সাহায্যের ঘোষনা বিধায়কের।
দুদিন ব্যাপি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে বিধায়ক
শনিবার,২৪/১১/২০১৮
487
বাংলা এক্সপ্রেস---