আগুনে ভস্মীভূত বাড়ি ,সাহায্য বিধায়কের


শনিবার,২৪/১১/২০১৮
584

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: গোপীবল্লভপুরের সারিয়া গ্রাম পঞ্চায়েতের স্বর্গছিড়া গ্রামে টুনারাম হেমব্রম নামে এক ব্যাক্তির বাড়ি আজ সকাল ১০টা নাগাদ আগুনে ভস্মীভূত হয়। বারোটি ছাগল,কুড়ি কুইন্টাল ধান সহ টাকাপয়সা ও বাড়ির আসবাপত্র ভূস্মিভূত হয়।আনুমানিক লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত। নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্ম্মু ওই গ্রামে পরিদর্শন করতে আসেন ও ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে চব্বিশ কেজি চাল, দুটো ধুতি চারটে লুঙ্গি দশটি শাড়ি,বাচ্চাদের দশটা পোশাক, তিনটে ত্রিপল,চাদর তিনটে ও শীতবস্ত্র তুলে দেন। সরকারী সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন বিধাযক দুলাল মুর্ম্মু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট