দুঃস্থ মানুষদের পাশে “ইউটিলিটি ব্যাংঙ্ক”


শনিবার,২৪/১১/২০১৮
537

বাংলা এক্সপ্রেস---

একজন মানুষের অপ্রয়োজনীয় ফেলে রাখা জিনিসগুলো আরেকজন মানুষের প্রয়োজন মেটাতে পারে। সময় মতো ঠিক মানুষটির কাছে সেগুলি পৌঁছে দিতে প্রয়োজন কাঠামোগত সমন্বিত উদ্দ্যোগ। একদল স্বপ্নদ্রষ্টা তরুনদের হাত ধরে 10 বছর আগে মেদিনীপুর ময়নায় শুরু হওয়া উদ্দ্যোগ এখন ছড়িয়ে পড়েছে কলকাতা রাজ্যের 14 টি জেলায়। পশ্চিমবঙ্গের বাইরে একাধিক রাজ্যে এবং প্রতিবেশী বাংলাদেশ ও নেপালেও তৈরী হয়েছে ইউনিট।

উদ্দ্যোগের নাম “ইউটিলিটি ব্যাংঙ্ক”। সম্পূর্ণ স্বেছাসেবী পদ্ধতিতে সংগ্রহ করা হচ্ছে গৃহস্থালির বাড়তি জিনিসপত্র যেমন – অব্যাবহিত কাপড়, জুতা ,বই, শিক্ষাসামগ্রী, ওষুধ, বাচ্চাদের খাবার, তারপর সেইগুলো পৌঁছে দেয় তাদের মধ্যে। একান্তই যাদের প্রয়োজন কিন্তু প্রয়োজন মেটাবার মতো আর্থিক সংগতি নেই। আমরা পৌঁছে দেই, স্টেশন সংলগ্ন এলাকা, ফুটপাত , অনুন্নত আদিবাসী এলাকা ও নিজ নিজ এলাকার নির্বাচিত দুঃস্থ মানুষদের মধ্যে। আসুন আমরা সবাই মিলে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াই নিজেদের সাধ্য মতো। বাড়ির অব্যাবহিত জিনিসপত্র দিয়ে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবেন। সেগুলি যদি দরিদ্ররা পান তাহলে তাদের প্রতিদিনের লড়াইটা একটু সহজ হবে। ইউটিলিটি ব্যঙ্কের এমন উদ্যোগ কে কুর্নিশ করে বাংলা এক্সপ্রেস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট