মুখ্যমন্ত্রী সফরের আগে ঝাড়গ্রামে হেলিকপ্টার মহড়া


রবিবার,২৫/১১/২০১৮
521

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: আগামী ২৬নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম দিয়ে তাঁর জেলা সফর শুরু করছেন। ৩০ নভেম্বর পর্যন্ত তিনি জেলা সফরেই থাকবেন। তাঁর সফরসূচিতে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান জেলা রয়েছে। মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর ঘিরে রীতিমত সাজো সাজো রব। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করেই ঝাড়গ্রামে যাবেন এমনটাই জানা যাচ্ছে। সেই মত শনিবার সকাল ১১:৪৫ নাগাদ হেলিকপ্টারের মহড়া হলো পুকুরিয়ার সংগঠনি সঙ্ঘের মাঠে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

হেলিকপ্টারে কিরে এলাকা পরিদর্শনে এসেছিলেন CM security বিনীত গোয়াল , DIG security দীপনারায়ন গৌস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম SP অরিজিৎ সিনহা , additional SP বিশ্বজিৎ মাহাত , SDPO দীপক সরকার। মুখ্যমন্ত্রীর এবারের সফর অনেক দিক থেকে তাৎপর্যপূণ্য। লোকসভা নির্বাচন হতে আর বেশি দেরি নেই। তার আগে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক জেলা সফরের মূল লক্ষ্য উন্নয়নের বকেয়া কাজ সম্পূর্ণ করার পাশাপাশি জেলা প্রশাসনকেও চান্দ্বা করা। মুখ্যমন্ত্রী এমন একটা সময় জঙ্গলমহল যাচ্ছেন, যখন লালগড়ের পূর্ণাপানিতে বেশ কয়েজন শবরের মৃত্যু মিছিল নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় অনাহারে-অপুষ্টিতে কোনও মানুষের মৃত্যুহয়নি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট