আশা ভবণ সেন্টারে সেনেটারী ন‍্যাপকিন প্রশিক্ষণ কর্মশালা


রবিবার,২৫/১১/২০১৮
428

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলার উলুবেড়িয়া থানার কাটিলায় আশা ভবণ সেন্টারের প্রশিক্ষণ কেন্দ্রে ও আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের স্বরোজগার দপ্তরের সহযোগিতায় উলুবেড়িয়া ২ ব্লক এলাকার উৎসাহি মহিলা ৩৩ জনকে নিয়ে ৩০ দিনের জন্য উন্নত প্রযুক্তির মাধ্যমে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয় সেনেটিরী ন‍্যাপকিনের। প্রশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলেন তপন সাউ,কীরণ আলী,সেখ ফারুক আলী পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। অত‍্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়। উডকলকে ধোনাই করে নরম করা হয়, ওজন করে ফ্রেমে দিয়ে প্রেসার দেওয়ার পর প্রেসটিং, কাটিং করে টেপ দেওয়ার পর শোধন করে প‍্যাকেটিং করা হয়।

আশা ভবণ সেন্টারের সেনেটারী ন‍্যাপকিন প্রশিক্ষণ কর্মশালা অংশ গ্রহণ করী অধিকাংশ মহিলা আমাদের প্রতিনিধি কে জানান আমরা এখান থেকে ভালো ভাবে প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে পারিবারিক জীবনে ও স্বনির্ভর দপ্তরের সহযোগিতায় এগিয়ে যাবো। স্বরোজগারী হতে এবিষয়ে আমরা সবাই আশা করি আমাদের জনপ্রতিনিধি ও বিভাগীয় দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা পাবো। প্রশিক্ষণ কর্মশালা শেষের পথে প্রথম ব‍্যাচের শিক্ষার্থীদের শংসাপত্র দেওয়া হবে স্মরণীয় অনুষ্ঠানের মাধ্যমে। আশা ভবণ সেন্টারের সম্পাদীকা মমতা ময়ী শুকেসী বাড়ুই এর স্নেহশপর্শে সমাজের বিভিন্ন স্থানের বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের সদস্যদের আবাসিক ও বিভিন্ন সেন্টারের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা সেবা প্রদান করা হয় সারা বছর ধরে। আশা ভবণ সেন্টারের ডিরেক্টর জন মেরী বাড়ুই জানান আমাদের হাওড়া গ্রামীণ জেলার বিধায়ক পুলক রায় অগ্রনী ভূমিকা নিয়েছেন স্বনির্ভর ও স্বরোজগারী করে তুলতে । আমি আশা করি এই সব মহিলারা আগামী দিনে আরো বেশি বেশি করে এগিয়ে যাবেন কর্ম মুখী হতে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট