সারা ভারত কৃষক সভার সিঙ্গুর থেকে রাজভবন অভিযানের সূচনা হল


বুধবার,২৮/১১/২০১৮
947

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: সিঙ্গুর থেকে রাজভবন অভিযানের সূচনা। কাল কলকাতায় পৌঁছবে এই কৃষক মিছিল। সিঙ্গুরে সমাবেশের মধ্য দিয়ে আজ যাত্রা শুরু। আজ মিছিল পৌঁছবে হুগলির ডানকুনি পর্যন্ত। কাল ডানকুনি থেকে মিছিল শুরু হয়ে কলকাতায় পৌঁছবে। রানি রাসমনি রোডে সমাবেশ হবে।২৮ ও ২৯ শে নভেম্বর সারা ভারত কৃষকসভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন সিঙ্গুর থেকে রাজভবন অভিযান কর্মসূচি নিয়েছে। কৃষকের ফসলের নায্য মূল্য, সিঙ্গুর সহ রাজ্যের সর্বত্র শিল্পের জন্য অধিগৃহীত জমিতে অবিলম্বে শিল্প স্থাপন, কৃষিঋণ মুকুব সহ একাধিক দাবিতে এই কর্মসূচি। সারা ভারত কৃষক সভার সম্পাদক অমল হালদার বলেন, ২৯ নভেম্বর রানি রাসমনি রোডে কৃষক সমাবেশ হবে। এই সমাবেশে রাজ্যের বিভিন্ন জেলা থেকে পঞ্চাশ হাজারেরও বেশি কৃষক জমায়েত হবেন বলে দাবি করেন তিনি।

সিঙ্গুর থেকে পদযাত্রা শুরু হয়ে প্রথম দিন ডানকুনিতে যাত্রা শেষ হয়ে সমাবেশ হবে। পর দিন কলকাতায় পৌঁছবে পদযাত্রা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট