পশ্চিম মেদিনীপুরে চোলাই মদ রুখতে অভিযান ,উদ্ধার ৮৮ লিটার চোলাই মদ


বুধবার,২৮/১১/২০১৮
518

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: গত কয়েকমাস ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন রান্তে চোলাই মদের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে আবগারি দপ্তর। মঙ্গলবারও জেলার দুই স্থানে রাজ্য পুলিশের সাথে যৌথ অভিযান চালায় আবগারি দপ্তর। এদিন বিশেষ সুত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত ভালুকশোল ও বড়বাখরা এলাকা এবং আনন্দপুর থানার অন্তর্গত গুইয়াদন এবং গোপালবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। যেখান থেকে প্রায় ৮৮ লিটার চোলাই মদ, ২৮৮০ লিটার র’চোলাই (মদ তৈ্রির জন্য রাখা হয়েছিল)।

১৮ কেজি মহুয়া, বাখর ৬ কেজি, এবং এলুমিনিয়াম হাঁড়ী ১৯ টি বাজেয়াপ্ত করা হয়। আগামীদিনে চোলাই মদের বিরুদ্ধে এমন অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা আবগারি সুপারিন্টেনডেন্ট একলব্য চক্রবর্ত্তী। তিনি বলেন, এদিন বেশিরভাগ হ্মেত্রেই দেখা যায় চোলাই মদ এবং চোলাই তৈরির উপকরণ খড় দিয়ে হডেকে রাখা হয়েছিল, এমনকি উনুনকেও ঢেকে রাখা হয় যাতে কেউ খুঁজে না পায়। আমাদের কর্মীরা অবশ্য সেগুলি খুঁজে বার করে। যাদের বাড়িতে এই চোলাই তৈ্রি হচ্ছিল, অভিযানের সময় তারা পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট