পশ্চিম মেদিনীপুর: শট পাট এ পদক জয় আভা খাটুয়া এর।নিজের জেলা পশ্চিম মেদিনীপুর কে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবার লড়াইয়ের এক পদক্ষেপ এগুলো নারায়ণগড় এর আভা খাটুয়া। ইন্টার-ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে পদক জয়।ম্যাঙ্গালোরে অনুষ্ঠিত এই শট পাট প্রতিযোগিতায় 70 জন প্রতিযোগীর মধ্যে স্থান দখল করে ব্রোঞ্জ জয় করল আভা খাটুয়া।এর আগেও বেশ কয়েকবার সোনারূপো এবং বোন জয় করেছেন আভা খাটুয়া। ফের পদক জয়। ব্রোঞ্জ জয়ী আভা খাটুয়ার দাবি, “ছোট থেকে নেশা খেলাধুলায়। শুধু পদক জয় নয় নিজের রাজ্য, নিজের জেলা এবং নিজের গ্রাম কে বিশ্বের দরবার এ তুলে ধরাই প্রধান লক্ষ্য আমার খেলাধুলায়।”
বিশ্ব দরবারে নিজের জেলাকে প্রতিষ্ঠিত করবার লড়াই, ফের পদক জয় নারায়ণগড়ের আভা’র
বুধবার,২৮/১১/২০১৮
426
বাংলা এক্সপ্রেস---