উত্তরপাড়া থানার কোন্নগড় পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের জহরলাল সরণীর জয়শ্রী দাস গত মাসের 31 তারিখ পুরী থেকে ঘুরে হাওড়া স্টেশনে নামে। জয়শ্রী দাস তার এক ছেলে ও এক মেয়ে কে রেখে টিকিট কাটতে যায় জয়শ্রীর স্বামী। ছেলে ও মেয়ের চোখের সামনে দিয়ে কি করে উধাও হয়ে গেলো তার স্ত্রী সে বুঝতে পারছে না। হাওড়া জিআরপি তে অভিযোগ হলেও পুলিশ এখনো পযন্ত কোনো সহযোগিতা করতে পারে নি। জয়শ্রী দাসের স্বামীর অভিযোগ হাওড়া থানা থেকে উত্তরপাড়া থানা কোথাও বাদ দিইনি কিন্তু আজো খুঁজে পাই নি আমার স্ত্রী কে। প্রশাসন সঠিক ভাবে আমাকে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন নিখোঁজ জয়শ্রীর স্বামী।
নিখোঁজ স্ত্রী কে খুঁজতে ফটো নিয়ে থানায় থানায় ঘুরছে স্বামী
বুধবার,২৮/১১/২০১৮
585
বাংলা এক্সপ্রেস---