অচেনা অজানা রকস্টার রুপম ইসলাম


বুধবার,২৮/১১/২০১৮
1510

বাংলা এক্সপ্রেস---

বাংলার রকশিল্পীদের মধ্যে তাঁর নাম আসে অনেক আগে, চিরাচরিত রীতি মেনে অন্য ছন্দে তাঁর গান বাঁধার লড়াই বারবার মুগ্ধ করেছে সব প্রজন্মকে। রক কনসার্টের ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হল- পার্টিসিপেশন। যেখানে শিল্পী সহ সমস্ত দর্শক এবং শ্রোতা একটি পারফর্মিং আর্টকে একযোগে তৈরি করছেন… সেটাই সবথেকে বড় নির্মাণ হয়ে দাঁড়ায়। তাঁর গান ও সুর সর্বদাই হিট হয়েছে। তিনি তাঁর রক কনসাট কে সব সময় নিজস্ব আলোকে গড়ে তুলেছেন। তিনি মঞ্চে উঠলেই দিশেহারা হয়ে যায় তাঁর শ্রোতারা, রুপম মানেই রক।

আর রক কনসাট গুলিতে অন্য অনুষ্ঠানের বেড়াজ্বাল ভেঙ্গে এক নতুন আঙ্গিকে ভেসে আসে। তাঁর প্রিয় রঙ কালো। সঙ্গীত শিক্ষার সঙ্গে তিনি আশুতোষ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় একটি অধিভুক্ত কলেজ থেকে স্নাতক হন। এছাড়া আমরা যদি লক্ষ্যে করি তাহলে বিশ্বের আনাচে কানাচে আজ এক জনপ্রিয় নাম রুপম ইসলাম। রক সঙ্গীত এর জগতে তিনি আজও স্বমহিমায় আসীন। একলা ঘর আমার দেশ, বা হাসনুহানা। এই সকল গান গুলি প্রথমেই জনপ্রিয় হয়ে উঠেছিল। একের পর এক অ্যালবাম প্রকাশ পাওয়ার পর রুপম প্রেমী দের রকগানের নেশা আরও বৃদ্ধি পায়। কলেজ ফেস্ট বার কনসাট সব প্রজন্মকে মাতিয়ে রাখে তাঁর গান। অন্যদিকে তাঁর গানে বারবার উঠে এসেছে প্রতিবাদের ঝড়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট