ডোমকলঃ ডোমকল এআরডি হলে বুধবার দুপুরে সভাটি হয়। মুর্শিদাবাদের সমস্ত ইমামদের সরকারি ভাতা দেবার আবেদন পেশ, ভাতার বৃদ্ধির দাবী জানান মন্ত্রীর কাছে। এবং নানান ফতুয়া পেশ করেন এই সভার মধ্য দিয়ে। সমাজকে কিভাবে সুন্দর করে তুলতে হবে তারই বক্তব্য পেশ করেন সিদ্দিকুল্লা চৌধুরী। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী, ডোমকল এসডিও দিব্যা লোগানাথন, জেলা ইমাম নিজামুদ্দিন বিশ্বাস, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, কাউন্সিলার সহ ইমাম মোয়াজ্জেনের সদস্যরা। মুনাজাত করে সভার কাজ শেষ হয়।
ইমাম মোয়াজ্জেনের উদ্যেগে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সভা
বুধবার,২৮/১১/২০১৮
539
বাংলা এক্সপ্রেস---