মহিলাদের আইনি সচেতনতা বাড়াতে উদ্যোগী হল রাজ্য মহিলা কমিশন


বৃহস্পতিবার,২৯/১১/২০১৮
393

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: মহিলাদের আইনি সচেতনতা বাড়াতে উদ্যোগী হল রাজ্য মহিলা কমিশন। বৃহস্পতিবার মেদিনীপুর সার্কিট হাউসে এক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। এদিন লীনা গঙ্গোপাধ্যায় সহ মোট ৪ জনের এক প্রতিনিধি দল পশ্চিম মেদিনীপুর জেলাতে আসেন তদারকিতে। মেদিনীপুর সার্কিট হাউসে বৈঠকের আগে তারা মেদিনীপুর সংশোধনাগার সহ বেশ কয়েকটি স্থানে প্রথমে পরিদর্শন করেন। সেখানে অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন, এরপর মেদিনীপুর সার্কিট হাউসে এক বৈঠকের পর মেদিনীপুরের হোম এর উদ্দেশ্যে রওনা দেন এই প্রতিনিধিদলটি। সেখানে হোমের সঙ্গে তাদের সমস্যা সম্পর্ক জনিত বক্তব্য শোনেন।

এদিন লীনা গঙ্গোপাধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে বলেন আইনি সচেতনতা বাড়াতেই কলেজে কলেজে ক্যাম্পেনিং বা শিবির করা হবে। এই উদ্যোগ আগে কখনো নেওয়া হয়নি, এই প্রথম। এবং এক বছরে প্রায় ৪৫০ কলেজে এই শিবির করার লহ্মমাত্রা নেওয়া হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট