হাওড়ার জয়পুরে কচি কাঁচাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা


শনিবার,০১/১২/২০১৮
475

আক্তারুল খাঁন---

হাওড়া: হাওড়া জেলার জয়পুর থানার জয়পুর ফকির দাস ইন্সটিটিউসানের মাঠে আমতা পশ্চিম চক্রর অন্তর্গত প্রাথমিক নিম্ন বুনিয়াদি বিদ‍্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ও ছাত্রী দের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনে অবর বিদ‍্যালয় পরিদর্শক আমতা পশ্চিম চক্র ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের ব‍্যবস্হাপনায় আমতা পশ্চিম চক্রর আটটি গ্রাম পঞ্চায়েতে থেকে ২৮ টি ইভেন্টের অঞ্চল পর্যায়ের ক্রীড়ায় প্রথম স্থান অর্জন কারি ছাত্র ও ছাত্রী চক্র র ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। চক্র প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী ২৮ জন ছাত্র ও ছাত্রী উলুবেড়িয়া মহকুমা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে শ‍্যামপুরে ৬ ডিসেম্বর বলে জানা গেছে।

চক্রের অনুষ্ঠানে উপস্থিত থেকে কচি কাঁচাদের উৎসাহিত করেন পর্যায়ক্রমে আমতা পশ্চিম চক্র ক্রীড়া কমিটির আহ্বায়ক সংযুক্তা মণ্ডল, হাওড়া জেলা পরিষদের কৃষি সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ রমেশ চন্দ্র পাল, হাওড়া জেলা পরিষদের সদস্য প্রশান্ত মণ্ডল, ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ববিতা মেটে ও উওম ধাড়া।ঝিখিরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান অরুণ হাজরা , শিক্ষক অমিয় কোলে সহ আরও অনেকে। এলাকার কচি কাঁচা ছাত্র ও ছাত্রী দের অভিভাবক অভিভাবিকা ক্রীড়া প্রেমী দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট