বহরমপুরঃ শুরু হল তৃতীয় জোনাল লেভেল খাদি মেলা ২০১৮। মুর্শিদাবাদ জেলার বহরমপুর FUC ময়দানে শনিবার দুপুরে এই জোনাল লেভেল খাদি মেলার শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলাপরিষদের সভাধিপতি মোসারফ হোসেন। এদিন দুপুরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই মেলার শুভ সূচনা হয়। এবছরে মেলায় প্রায় ১৩০টি ষ্টল রয়েছে। এই বছর এই মেলায় মুর্শিদাবাদ জেলা ছাড়াও অংশ গ্রহন করেছে মালদা, দুই মেদনীপুর, হাওড়া, হুগলী, বীরভূম এবং উত্তর ২৪পরগনা। গত বছরের চেয়েও এই বছর খাদি মেলায় খাদির জিনিষ পত্রের চাহিদা বাড়বে বলে মনে করেন খাদির আধিকারিক দেবর্শী রায়। এছাড়াও এদিনের মেলায় উপস্থিত ছিলেন বহরমপুর ব্লক আধিকারিক রাজর্শ্রী নাথ, বহরমপুর মহকুমা আধিকারিক দীপাঞ্জন মুখোপাধ্যায় সহ জেলার অন্যান্য আধিকারিকগন।
শুরু হল তৃতীয় জোনাল লেভেল খাদি মেলা
শনিবার,০১/১২/২০১৮
593
বাংলা এক্সপ্রেস---