কলকাতা: ভালবাসার বন্ধনে এইডস সচেতনতার বার্তা। শনিবার সন্ধ্যায় হাজার গোলাপের পাঁপড়ি সাজিয়ে সেই বার্তাই দিলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ভালবাসা দিয়ে এইডস প্রতিরোধে জনমত গড়ে তোলার এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন এইডস আক্রান্ত রোগী থেকে বুদ্ধিষ্ট ধর্মাবলম্বিরা। এদিন সন্ধ্যায় বাবুঘাটে আয়োজিত এইডস সচেতনতামূলক অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহন ছিল চোখে পড়ার মতন। প্রদীপ জ্বালিয়ে, ফানুস উড়িয়ে সামাজিক চেতনান বার্তা দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠান থেকে।
ভালবাসার বন্ধনে এইডস সচেতনতার বার্তা, সামিল এইডস আক্রান্ত রোগী থেকে বুদ্ধিষ্টরা
শনিবার,০১/১২/২০১৮
804
বাংলা এক্সপ্রেস---