পশ্চিম মেদিনীপুর: জমিতে চাষের কাজ করতে গিয়ে সাপের কাপড়ে আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রানিসরাই গ্রাম পঞ্চায়েতের নহপাড় গ্রামে। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে। অাহতের নাম বিমল প্রধান। সুত্রে জানা গিয়েছে সকালে বাড়ির কাছে চাষের জমিতে কাজ করতে গিয়ে চন্দ্রবোড়া নামে এক বিষাক্ত সাপ কামড় দেয়। জানা গিয়েছে, বিমল বাবু বিজ্ঞান মঞ্চের সদস্য। সাপের কামড়ের পর মেরে দেওয়া হয় সাপটিকে। বিমল বাবুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিজ্ঞান মঞ্চের সদস্য হয়ে সাপের কামড়ের পর সাপ হত্যা কেন করলেন বিমলবাবু প্রশ্ন উঠেছে সকলের মধ্যে।
জমিতে চাষের কাজ করতে গিয়ে সাপের কাপড়ে আহত এক ব্যক্তি
রবিবার,০২/১২/২০১৮
531
বাংলা এক্সপ্রেস---