১২১ ভোট পয়ে মেয়র পদে বিজয়ী ফিরহাদ হাকিম


সোমবার,০৩/১২/২০১৮
667

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: কলকাতার নতুন মেয়র পদে নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম। সোমবার কলকাতা পুরভবনে মেয়র পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন মীনাদেবী পুরহিত। এদিন ভোটাভুটিতে ফিরহাদ হাকিমের পক্ষে যায় ১২১টি ভোট। তিনি জয়ী হন। তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য ভোট দিতে আসেননি অসুস্থতার কারনে। তিনি ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

ভোট বয়কট করে বাম ও কংগ্রেস কাউন্সিলররা। ৫ টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী মীনাদেবী পুরহিত। এদিন মেয়র পদে নির্বাচিত হওয়ার পরপরই ফিরহাদ অনুগামীরা উৎসবে মেতে ওঠেন। ভোট দিতে এসেছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, নতুন মেয়রের ভোট হচ্ছে। আমি কাউন্সিলর হিসাবে ভোট দিতে এসেছি। আমি আগের দিন বলেছি কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমেরর নাম প্রস্তাব হয়েছে। আজ ভোট হলো। ব্যক্তিগত ভাবে আমার ববিদার সাথে যোগাযোগ থাকবে। আমার চেয়েও ভালো পরিচালনা করবে ববিদা।

গনতন্ত্রে ভাবে কাকে ভোট দেবো। আগামী দিনে জানতে পারবেন। মীনা দেবী ভোটে লড়ছেন ,বলেন আগে প্রশ্ন করে উওর দেবার কিছু থাকে না।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট